করোনা আপডেট: ২৪ ঘন্টায় শনাক্ত ২৯২৮, মৃত ৫০, সুস্থ ১৯১৪
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস শনাক্তের জন্য নমুনা পরীক্ষা, শনাক্তের সংখ্যা ও মৃত্যু বেড়েছে। নতুন করে ২ হাজার ৯২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৭ হাজার ৪৫৩ জনের। আর গত ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৬৬৮ জন।
ব্রিফিংয়ের তথ্যমতে, ১৩ হাজার ৩৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর আগের দিন ১০ হাজার ৬২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১০ লাখ ৪১ হাজার ৬৬১টি নমুনা।
সোমবার (২০ জুলাই) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে বলা হয়, যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৫ জন ও নারী ১৫ জন।
ব্রিফিংয়ে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৫৫৮ জন।