করোনা নিয়ে কবি অসীম সাহা’র গান
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা দীর্ঘদিন ধরে লোকগান নিয়ে গবেষণা করে যাচ্ছেন। এ কথা সবার জানা। তিনি নিজেও গান ভালো লিখেন ও সুর করেন।
সম্প্রতি তিনি নতুন গান করেছেন করোনা নিয়ে। গানের শিরোনাম ‘জীবনটা যদি আজ চলে যায়’। গায়ক উদয় বন্দোপাধ্যায়ের সুর, সংগীত ও কন্ঠে এই গান প্রকাশিত হয়েছে গীতিকার অনুরূপ আইচের ইউটিউব চ্যানেল ‘আইচ সং’ থেকে।
এ প্রসংগে কবি অসীম সাহা বলেন, গানটি লিখেছিলাম লকডাউনের উপলব্ধি থেকেই। উদয় বন্দোপাধ্যায় নিজেই সুর ও সংগীত পরিচালনা করে গানটি গেয়েছেন। ‘Aich Song’ ইউটিউব চ্যানেলের থেকে এই গান প্রকাশের পর অনেক প্রশংসা পাচ্ছি।