কুশিয়ারা নদীতে ধরা পড়া বাঘ মাছটি বিক্রি হলো ৪ লাখ টাকায়!
বিয়ানীবাজারের ডাকঃ
কুশিয়ারা নদীতে ধরা পড়া বাঘাইড় (বাঘ মাছ) মাছটি চার লাখ টাকায় বিক্রি করা হয়েছে। নগরের লালবাজারে ২ হাজার ৫০০ টাকা কেজি দরে বিশাল আকৃতির ওই মাছটি বিক্রি করা হয়। বুধবার (২৪ মার্চ) সন্ধ্যায় লালবাজারের মাছ ব্যবসায়ী মো. বিলাল মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমাদের ধারণা ছিল বাঘাইড়র ওজন প্রায় ৪ মণ। কিন্তু আজ কেটে মাপার পর দেখা গেছে ওজন সাত মণ (২৮০ কেজি)। বুধবার সকালে কেজি দরে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করা হয়। মোট ৪ লাখ টাকার মাছ বিক্রি করি। প্রতি কেজি মাছের দাম ২ হাজার ৫০০ টাকা। শুধু মাথাটি বিক্রি করি এক হাজার টাকায়।’
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে বাঘাইড়টি। দুপুর ২টার দিকে কাজির বাজারের আড়ত থেকে মাছটি বিক্রির জন্য নগরের বন্দরবাজারের লালবাজারে নিয়ে যান ব্যবসায়ী মো. বিলাল মিয়া।
বাজারে বিশাল আকারের বাঘাইড় আনার খবর শুনে উৎসুক মানুষ ভিড় জমান। এ সময় অনেককে মোবাইল ফোনে ছবি তুলতে দেখা গেছে। আবার কেউ কেউ মাছটি ছুঁয়েও দেখছেন।