ক্ষতি পুষিয়ে নিতে বাংলাদেশ ও শ্রীলংকার দারস্থ পাকিস্তান

দিন কয়েক আগেই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পাকিস্তান সিরিজ স্থগিত করেছে নিউজিল্যান্ড। ই-মেইল বার্তায় তাঁদেরকে হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যদিও এর সুনির্দিষ্ট কোনো ব্যাখা দিতে পারেনি তারা। নিজেদের দেশের মাটিতে ক্রিকেটকে ফেরাতে ইতোমধ্যেই বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ঘরের মাটিতে দ্বিপাক্ষিক সফর আয়োজন করতে আগ্রহী পাকিস্তান । কিন্তু বিশ্বকাপের পূর্বে বাংলাদেশ ও শ্রীলংকার ব্যাস্ত ক্রিকেট সূচি যারফলে পিসিবির পরিকল্পনা ভেস্তে গেছে।

দুই দলকে প্রস্তাবের কথা জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘তারা তাদের শক্ত অবস্থান দেখিয়েছে (সফর করার ব্যাপারে)। কিন্তু বিশ্বকাপের আগে তাদের কাছে সময় অনেক কম। টুর্নামেন্টটি নিয়ে তাদের নির্দিষ্ট পরিকল্পনাও রয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘পাকিস্তান সফর করা যায় কি না এ বিষয়ে তাদের সঙ্গে পিসিবির চেয়ারম্যান কথা বলেছেন। তারাও এই ব্যাপারটি গ্রহণ করার মতো ইচ্ছে জানিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এমনটা হলে তাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। এ ছাড়াও তাদের বেশ কয়েকজন ক্রিকেটার এলোমালো অবস্থায় আছে।’

কিউইরা পাকিস্তান সফর বাতিল করলেও পিসিবি আশাবাদী তারা এই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দিবে। পাশাপাশি আইসিসির হস্তক্ষেপ কামনা করছেন তারা। পিসিবির প্রধান নির্বাহী বলছেন তারা এই ব্যাপারে আইসিসির সঙ্গে আলোচনা করবেন।

ওয়াসিম আরও বলেন, ‘যেহেতু এটা দ্বিপাক্ষীক সিরিজ, কিছুটা হলেও আশা আছে নিউজিল্যান্ড ক্রিকেটের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার। যদি আমরা সমাধান পাই এটার। আমরা যেটা করতে পারি, আইসিসির কাছ থেকে এই ব্যাপারটা নিশ্চয়তা আশা করতে পারি এমন কিছু আর হবে না। আমরা এমন পরিস্থিতির জন্য তাদের সঙ্গে আলোচনা করব।’

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *