গোলাপগঞ্জের আলোচিত মাদক ব্যবসায়ী কছন গ্রেফতার
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
গোলাপগঞ্জের আলোচিত মাদক ব্যবসায়ী কছন আলী (৫৭) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে ঢাকাদক্ষিণ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পূর্ব দত্তরাইল মৃত মখদ্দছ আলীর ছেলে।
মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন তথ্যের ভিত্তিতে উপপরিদর্শক এসআই আশীস চন্দ্র তালুকদার এর নেতৃত্বে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের সরকারী হাসপাতালের পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা (নং-২২) দায়ের করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।