গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে ট্যাংকির পানি পান : অসুস্থ একই পরিবারের ৮
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে ট্যাংকির পানি পান করে নারী-শিশুসহ একই পরিবারের ৮জন অসুস্থ হয়েছেন। বুধবার সকালে ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ী ও উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির দক্ষিণ কানিশাইল গ্রামের বাসিন্দা মর্তুজ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় ট্যাংকির পানি পান করেন মর্তুজ আলীসহ পরিবারে কয়েকজন লোক। কিছুক্ষণ পর তিনি সহ পরিবারের ৮জন অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পানিতে বিষক্রিয়ার মিশ্রণ রয়েছে।
আক্রান্তদের মধ্যে রয়েছেন- মর্তুজ আলী (৪৫), নিলুফা বেগম (৩৬), সাজেরা বেগম (২৪), সামাদ আহমদ (২৩), ফজলুল হক (৫৬), ঝুমা বেগম (১৩) ও আসমা বেগম (৪০)।
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী বলেন, বর্তমানে তারা হাসপাতালে রয়েছেন। তাদের পরীক্ষা-নিরিক্ষা শেষে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।