গোলাপগঞ্জে আরও ৯ জনের করোনা শনাক্ত
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
গোলাপগঞ্জে আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ১ বছরের এক শিশুসহ আরও ৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার (২৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে রয়েছেন আমুড়া ইউনিয়নের শীলঘাট গ্রামের ৬৬ বছর বয়সী এক সাবেক চেয়ারম্যান, একই ইউনিয়নের এফ ডব্লিউ সি এর ২৬ বছর বয়সী (পুরুষ) একজন স্টাফ, ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ গ্রামের ৫০ বছর বয়সী এক বৃদ্ধ, একই ইউনিয়নের ৬৪ বছর, ৭৮ বছর বয়সী দুই বৃদ্ধা, ১ বছর ২ মাসের এক শিশু, যাদের গ্রামের নাম জানা যায়নি। ঢাকাদক্ষিণ ইউনিয়নের খর্দ্দাপাড়া গ্রামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধ, পৌর এলাকার রণকেলী গ্রামের ২৯ বছর বয়সী এক মহিলা এবং সদর ইউনিয়নের চৌঘরি গ্রামের ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ, যিনি মারা গেছেন বলে জানা গেছে।
এদিকে নতুন আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন করা হবে এবং সংস্পর্শে আসা লোকদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানা যায়।
উল্লেখ্য, উপজেলায় আজকের নতুন ৯ জনসহ মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১১৫ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন। মৃত্যু বরণ করেছেন ৪জন।