গোলাপগঞ্জে নতুন আরোও ১৩ জন করোনা রোগী সনাক্ত
বিয়ানীবাজারের ডাকঃ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ১৩ জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৭৪ জনে দাঁড়ালো এর মধ্যে সিলেট শহরের বাসিন্ধা একজন। এরমধ্যে ২৮ জন সুস্থ হয়েছেন এবং একজন মৃত্যুবরণ করেছেন।
১০ জুন সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী।
উপজেলা আবাসিক মেডিকেল অফিসার শাহিনুর ইসলাম বলেন, বোধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিএর ল্যাবে নমুনা পরীক্ষায় গোলাপগঞ্জের ১৩ জনের রিপোর্ট পজেটিভ আসে।
এদের মধ্যে গোলাপগঞ্জ পৌরসভার লোকমান টাওয়ার একজন মহিলা, সরস্বতি গ্রামের দুইজন পুরুষের মধ্যে পৌর কাউন্সিলর একজন, কদমতলির একজন পুরুষ, সোনালী ব্যাংক কর্মকর্তা একজন পুরুষ, বাঘা গ্রামের (নলুয়া) তিনজন মহিলা,লক্ষণাবন্দ একজন পুরুষ ও একজন মহিলা , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও স্ট্যাফ একজন পুরুষ ও দুইজন মহিলা রয়েছেন।
এদিকে আগামীকাল আক্রান্তদের বাড়ি লকডাউন করা হবে । এবং তাদেও সংস্পর্শে আসা ব্যক্তিদের আগামীকাল নমুনা সংগ্রহ করা হবে।