গোলাপগঞ্জে নতুন ৫ জনের দেহে করোনা শনাক্ত, সুস্থ আরও ৪জন
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
গোলাপগঞ্জে নতুন আরও ৫ জনের করোনা শনাক্ত করা হয়েছে। নতুন সুস্থ হয়েছেন আরও ৪জন করোনা রোগী। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর ইসলাম শাহিন।
তিনি বলেন, গোলাপগঞ্জে নতুন করে আরও ৫জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে রয়েছেন ভাদেশ্বর ইউনিয়নের করগাঁও গ্রামের ৫২ বছরের এক বৃদ্ধ, পৌর এলাকার রণকেলি গ্রামের ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ও একই গ্রামের ২১বছর বয়সী এক তরুণী, টিকরবাড়ি গ্রামের ২১ বছর বয়সী আরেক তরুণী এবং বাঘা ইউনিয়নের ৫৫ বছর বয়সী আরেক বৃদ্ধ, এই বৃদ্ধের গ্রামের পরিচয় এখনো জানা যায়নি।
আজকের আক্রান্ত ৫ জনের মধ্যে রণকেলী উত্তর গ্রামের ৫৫বছর বয়সী বৃদ্ধা গত ৭ তারিখ মারা গেছেন। এ ছাড়াও আজকে ৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলেও জানান তিনি।
এদিকে আজকের ৫ জন করোনা রোগীসহ গোলাপগঞ্জে মোট করোনা রোগীর সংখ্যা ৯১ জন। তবে এদের মধ্যে দুজন রোগী গোলাপগঞ্জ উপজেলার বাহিরের হওয়ায় তাদের এ লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এতে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৯ জনে। এদের মধ্যে ৪২জন সুস্থ হয়েছেন ও মারা গেছেন ৩জন।