গোলাপগঞ্জে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে একজন গ্রেফতার
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
মরা গরুর মাংস বিক্রিকালে গোলাপগঞ্জে একজনকে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমান আদালত। জব্দ করা হয়েছে পচা মাংসও।
আজ শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের বাদামের চৌমুহনীতে অভিযান চালিয়ে মাংসের দোকানের মালিক ফয়সাল আহমদকে (৩৫) করা হয়।
সূত্র জানায়, মাংসের দোকানে মাংস কিনতে গেলে গোলাপগঞ্জ বিআরডিবির পরিদর্শক জাকির হোসেন মরা গরুর মাংস বেচা হচ্ছে সন্দেহ হলে তিনি সংশ্লিষ্ট কর্তপক্ষ ও ক্রেতা সাধারনসহ অন্যান্যদের জানালে বিষয়টি ফাঁস হয়।
পরে খবর পেয়ে এসআই আশিসের নেতৃত্বে একদল পুলিশ মাংসের দোকানে অভিযান চালিয়ে মাংসের দোকানের মালিক ফয়সলকে গ্রেপ্তার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান তাকে ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় এক মাসের বিনাশ্রম কারদন্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান।