ঘাস চাষ শিখতে বিদেশ যাবেন কর্মকর্তারা, খরচ কমানোর নির্দেশ
বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
বিতর্ক থাকা সত্ত্বেও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় অনুমোদন পেয়েছে প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্প।
প্রকল্পটি ৬৪ জেলাতেই বাস্তবায়ন করবে প্রাণি সম্পদ অধিদপ্তর। খরচ হবে ১০১ কোটি ৫৩ লাখ। এই প্রকল্পের আওতায় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের খরচ কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে এই প্রকল্পসহ মোট ৭টি প্রকল্প অনুমোদন হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে ১০ হাজার ৭০২ কোটি ২৩ লাখ টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিত্বে ভার্চুয়াল বৈঠকে এসব অনুমোদন হয়। আগামী ৫ বছরের জন্য জাতীয় নির্বাচন কমিশনের অধীনে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ দ্বিতীয় পর্যায়ের অনুমোদনও দিয়েছে একনেক। এছাড়া করোনার ভ্যাকসিন বিতরণ ও ব্যবস্থাপনা নিয়েও অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী।