চান্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের নিচে রুপসী বাংলা; আহত ৪
বিয়ানীবাজারের ডাকঃ
ঢাকা থেকে ছেড়ে আসা বিয়ানীবাজারগামী রুপসী বাংলা নাইটকোচ নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পড়ে বাসের চালক-হেল্পারসহ ৪জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বড়লেখার চান্দগ্রাম বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বিয়ানীবাজারগামী একটি যাত্রবাহী রুপসী বাংলা নাইট কোচ চান্দগ্রাম সেতুতে ওঠার পূর্বে নিয়ন্ত্রণ হারিয়ে চান্দগ্রাম কাচাবাজারের পাবলিক টয়লেটের দেয়ালে গিয়ে ধাক্কা লাগে। এতে নাইট কোচের সামনের অংশ ধুমড়েমুচড়ে যায়। এসময় বাসের বাসের চালক-হেল্পারসহ ৪জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা ও তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। দূর্ঘটনায় নাইট কোচটি ছাড়াও সেখানে থাকা কয়েকটি দোকান ও একটি পাবলিক টয়লেটের বেশ কিছু অংশের ক্ষতি হয়েছে। তবে সকাল ১১টা পর্যন্ত বাসটি উদ্ধারের কোন তৎপরতা দেখা যায়।