ছাত্র আমি মন্দ তো নই… -সুলতানা পারভিন
আহা মুর্খ আমি সব কিছুতেই যতই করি চেষ্টা
হারিয়ে যায় সব কিছু মোর মনে পড়ে শেষটা
সদাই স্কুলেতে ক্লাসের পড়া মোটেই মনে রয় না
অংকের বেলায় এলোমেলো একটাও তো হয় না
পড়তে গেলে বাংলা পড়া আসে ঢকের পর ঢক
ব্যকরণ শিখতে গিয়ে স্যারের কাছে খাই ধমক
বিজ্ঞানেতে সব জ্ঞান মোর হয়ে যায় যে লুপ্ত
চোখ রাঙিয়ে মাস্টার মশাই হয়ে ওঠেন ক্ষিপ্ত
ঐ ইংরেজিটা বেজায় কঠিন কটর মটর অতি
ভয়েই মরি এবার বুঝি ভাঙ্গলো দাঁতের পাটি
ভূগোলের ক্লাসে রোজ অজুহাতের পাহাড় গড়ি
পিরিয়ড ধর্ম এলেই মাথা ব্যথায় মিছেই মরি
সমাজ বই নাইকো মোর পরের কাছে ধার করি
ইতিহাসের নাম ঠিকানা মনে মনে যতই স্মরি
ভ্রু কুঁচকিয়ে মাস্টার বাবু প্রশ্ন করেন যখন মোরে
ইতিহাসের নাম ঠিকানা হারিয়ে যায় তেপান্তরে!!
হুমম..তবু ছাত্র আমি মন্দ তো নই
পেলেই.. খেলার সুযোগ ধন্য যে হই।।