জকিগঞ্জে ৮০০পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
জকিগঞ্জে ইয়াবা ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ । আজ বৃহস্পতিবার (৯জুলাই) ভোর রাতে উপজেলার বিরশ্রী ইউনিয়নের বড়পাতর গ্রাম থেকে এই দু’জনকে আটক করা হয়। আটককালে দুজনের কাছ থেকে ৮ শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন বীরশ্রী ইউনিয়নের বড়পাতর গ্রামের মৃত কামাল উদ্দিনের পুত্র হাসান আহমদ(২৬) ও তার স্ত্রী সুমি আক্তার(২০)।
জকিগঞ্জ থানার এসআই মোহন রায়,এএসআই মখলিছ মিয়া ও কানন কুমার দাস এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে আসামী মোঃ হাসান আহমদ এর বসত বাড়ি থেকে ইয়াবা মাদকসহ তাদের গ্রেফতার করে পুলিশ।তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। মামলা নং-১৪, তাং-০৯-০৭-২০২০ খ্রিঃ,।
মাদকের বিরুদ্ধে জকিগঞ্জ থানা পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।