জনসচেতনতায় বিয়ানীবাজার পৌর মেয়রের প্রতি নাগরিকের আবেদন
জনসচেতনতায় বিয়ানীবাজার পৌর মেয়রের প্রতি নাগরিক রাশেদ খান নাবিলের আবেদন
বরাবরে
মেয়র মহোদয়
বিয়ানীবাজার পৌরসভা
বিষয়ঃ মাস্ক প্রসঙ্গ।
জনাব
ঘন্টাদুয়েক আগে মাইকিং শুনলাম বিয়ানীবাজার পৌর কার্যালয় এবং উপজেলা কার্যালয়ে মাস্কবিহীন কেউ প্রবেশ করতে পারবেন না।
শুনে অনেক ভালো লাগলো, আবার কিছুটা সংশয়ে পড়ে গেলাম,করোনা কি শুধু এই দুই কার্যালয়ে আসার সম্ভাবনা??
উন্নত বিশ্বের অনেক দেশ করোনার প্রথম ধাপের ভয়াল থাবার কথা চিন্তা করে দ্বিতীয় বারের মত পুরো দেশজুড়ে “লকডাউন” ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে।
আমাদের বিয়ানীবাজার শহরে আনুমানিক মাত্র ৩/৪% লোক মাস্ক ব্যবহার করেন এবং মাস্ক ব্যবহার করা যেন হাস্যকর কিছু এমন ভাবেন যা রিতীমত অমানবিক পীড়াদায়ক।।
আমাদের করোনার থাবা থেকে রক্ষা করতে আপনাকে এগিয়ে আসার আকুল আবেদন জানাই।
অতএব,
পৌরবাসীর কথা চিন্তা করে বিয়ানীবাজার পৌরসভার অন্তত পৌর শহরের ভিতরে মাস্ক বিহীন চলাচল সম্পুর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করতে আইনানুগ ব্যবস্থাগ্রহনে আপনার প্রতি আকুল আবেদন জানাচ্ছি।
আপনার সুস্থতা আর দীর্ঘায়ু কামনা করি।
পৌর বাসীর পক্ষে
রাশেদ নাবিল।