জুড়ির কামিনীগঞ্জ বাজার থেকে গাঁজাসহ আটক-১
নিজস্ব প্রতিবেদক:
জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজার এলাকা থেকে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে জুড়ী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাজাসহ নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানায় জুড়ি থানা পুলিশ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কামিনীগঞ্জ বাজার এলাকার ভাই ভাই স্টোরের সামনে থেকে বিপুল রুদ্র পাল নামে এক গাজা ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটককৃত বিপুল রত্না চা বাগান এলাকার রবি রুদ্র পালের ছেলে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮এর ৩৬(১) এর ১৯(ক) ধারায় জুড়ী থানায় মামলা করা হয়েছে।