জুড়ীতে ভুয়া সাংবাদিককে অবরুদ্ধ করলেন এলাকাবাসী
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ভুয়া এ সাংবাদিককে গণধোলাই দিয়ে অবরুদ্ধ করে রেখেছে এলাকাবাসী।
স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলে জানা যায়, ভবানীগঞ্জ এলাকার বাসিন্দা জাকির হোসেন (২৪) বিভিন্ন সময় সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের সাথে ধোকাবাজি করে আসছেন। কিন্তু তিনি মূল ধারার কোনো সাংবাদিক নয়। জাকির কাজ করেন একটি ফ্রিজের দোকানে।
স্থানীয় তাজুল ইসলাম বলেন, গতকাল বুধবার জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগীর কারও অনুমতি ছাড়া ভিডিও করতে যান, সেখানে রোগীর আত্বীয় স্বজনরা বাধা দিলে তারা তাতে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক পরিচয় দেন। এর পর রোগীর স্বজনরা তাদেরকে আটক করে মারধর করে হাসপাতালে অবরুদ্ধ করে রাখেন। পরে জায়ফর নগর ইউনিয়নের সদস্য সিরাজুল ইসলাম সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করে আনেন।
তিনি আরও বলেন, আমার জুড়ীর সকল সাংবাদিকদের সাথে পরিচয় রয়েছে। কিন্তু তাদেরকে কোনো দিন মূল ধারার সাংবাদিকতা করতে দেখি নি।
সূত্রঃজুড়ীটাইমস