জুড়ীতে মায়ের সাথে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

বিয়ানীবাজারের ডাক ডেস্ক:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের সীমান্তবর্তী জুড়ী নদীতে মানসিক প্রতিবন্ধী মায়ের সাথে গোসল করতে গিয়ে মানসিক প্রতিবন্ধী মায়ের অসাবধানতার ফলে সায়েম নামের চার বছরের এক শিশুর মৃত্যু।

সোমবার (২৪শে মে) প্রতিদিনের মতো তিনটি ছোট্ট সন্তান নিয়ে ওমান প্রবাসী কামরুল আহমদ এর মানসিক প্রতিবন্ধী স্ত্রী জোসনা বেগম পাশ্ববর্তী জুুড়ী নদীতে গোসল করতে গেলে বড় সন্তান সায়েম আহমদ(৪) তার খেয়ালের অভাবে পানিতে সাতাঁর দিতে থাকে।কিছুক্ষণ পরে জোসনা বেগমের মাথায় সায়েম এর কথা মনে পড়লে তাকে খোঁজে না পেয়ে চিৎকার শুরু করে।এলাকাবাসী তার চিৎকারে ছুটে এসে প্রায় ১৫/১৬ হাত গভীর পানিতে একঘন্টা খোজাখুজি করে তার মৃত লাশ উদ্বার করে।
জোসনা বেগম ও তার ছোট্ট বাকি দুই শিশু সুস্হ আছে।

জুড়ী থানার এস আই আব্দুল মান্নান ঘটনাস্থল থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *