তীব্র তাপদাহে অতিষ্ঠ বিয়ানীবাজারের জনজীবন
নিজস্ব সংবাদদাতা :
প্রখর রৌদ্রের তাপে বিয়ানীবাজার উপজেলার প্রতন্ত্য অঞ্চলে জন জীবন অতিষ্ট হয়ে উঠেছে। সূর্যের প্রচন্ড তাপ যেন আগুনের ছোঁয়া। সকাল থেকে সূর্য তেতে থাকে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রা ও বাড়তে থাকে।
বৃষ্টির কোন দেখা নেয় আকাশে। মানুষ আকাশের দিকে দুই চোখে চেয়ে থাকে একটু বৃষ্টির আশায়। এমন কি আবহাওয়ার মাঝে প্রার্দুভাব দেখা দিয়েছে। ভাইরাস জ্বর, পেঠের পিড়া সহ বিভিন্ন রোগ। গৃহপালিত পশু পাখিরা গরম থেকে একটু শীতল সস্থি পেতে পুকুর বা ডুবায় নেমে বসে আছে। তাপ দাহে বিপর্যস্ত হয়ে পরেছে এলাকার জন জীবন। কষ্টের শেষ নেই। সূর্যের রোদ্রের কারণে কেটে খাওয়া দিন মজুর শ্রমিককের কাজে যেতে পারছে না। রিকশা চালক আলীম বলেন- এমন গরম বাপ দাদার বয়সে দেহি নাই। একবার যাত্রী নিয়ে গেলে আবার যাবার ইচ্চা থাকেনা, বার বার জিরাইতে হয়। এছাড়া রাস্তায় যাত্রী কম। গরম পরায় মানুষ ঘর থেকে বাহিরে বের হয় না। এতে আয় রোজগার কমে গেছে। খামু কি কিছুই জানি না। চলমান তাপ দাহে অতিষ্ট জন জীবন কেউ ঘরের বাহিরে কোথায় গিয়ে শান্তি পাচ্ছে না। কেটে খাওয়া মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে।