দুবাগে করোনার উপসর্গনিয়েমুক্তিযোদ্ধার মৃত্যু!
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নে মহামারী করোনার উপসর্গ নিয়ে আব্দুল করিম নামের এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। দুবাগ ইউনিয়নের বাঙ্গালহুদা গ্রামের মুক্তিযোদ্ধা বুধবার (৩ জুন) বিকাল ৩টায় তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
এদিকে মুক্তিযোদ্ধা আব্দুল করিমের মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে জটিলতা। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দাবী মারা যাওয়া মুক্তিযোদ্ধার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ রয়েছে। কিন্তু মৃত আব্দুল করিমের পরিবারের দাবি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মুক্তিযোদ্ধার স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বুধবার বিকালে সিলেট উইমেন্স মেডিকেল কলেজহাসপাতালে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আজ বুধবার রাত সাড়ে ৯টার সময় বাঙ্গালহুদা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।