দুর্গা পূজা উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা
নিজস্ব সংবাদদাতা
আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা ২৬ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশিক নুরের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ফারুকুল হক, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়, পল্লী বিদুৎ অফিসের ডিজিএম ভজন কুমার বর্মন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অনুপ কুমার সিংহ, আনসার ভিডিপি কর্মকর্তা মুন্না পাল, কুড়ার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান, উপজেলা পুজা পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, যুগ্ন সম্পাদক সুজিত দে। এছাড়াও আরো উপস্থিত ছিলেন শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুর উদ্দিন, লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন, উপজেলা পুজা পরিষদের সভাপতি অরুনাভ পাল চৌধুরী মোহন, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্য্য, উপজেলা পুজা পরিষদের সহ-সভাপতি সাধন দত্ত, হিন্দু-বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ পৌর শাখার সভাপতি মহেশ রঞ্জন ঘোষ, উপজেলা পুজা পরিষদের সাংগঠনিক সম্পাদক হৃষিকেশ দাস, সদস্য সুখেন্দু চক্রবর্তী, অমলেন্দু দে, সন্ধি পদ ভট্টাচার্য্য, সঞ্জয় পাল, সুজিত কর সহ উপজেলা প্রশাসেেনর বিভিন্ন কর্মকর্তা এবং উপজেলা ও পৌরসভার বিভিন্ন পুজা মন্ডপের প্রতিনিধি বৃন্দ।
এ বছর বিয়ানীবাজার উপজেলায় ৩৯ সার্বজনীন এবং ১২টি ব্যক্তিগত মন্ডপে শারদীয় দৃর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।