দেশে একদিনে করোনায় ২১২ জনের মৃত্যুর রেকর্ড
বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
দেশে করোনা ভাইরাসের শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এর মধ্যে করোনা ও করোনার উপসর্গে উচ্চঝুঁকিতে রয়েছে দেশের বিভিন্ন জেলা। আজ ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ২১২ জনের প্রাণহানি হয়েছে। শনাক্ত ১১ হাজার ৩২৪জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ১৬ হাজার ৪ জন। মোট শনাক্ত ১০ লাখ ৫৪৩ জন। ৩৬,৮৫০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩১.৬২ শতাংশ। আজ শুক্রবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে আজ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ফের বেড়েছে তবে কমেছে প্রাণহানি। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ৬০৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ১৬ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ২১১ জনে।
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ২২২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ৪ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪০ লাখ ২৬ হাজার ১৮৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ কোটি ৪৬ লাখ ৭ হাজার ৫৫৩ জন।