দেশে করোনায় আরও ১৫ মৃত্যু, শনাক্ত ৬১৯
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৫ জন। এদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল সাত হাজার ৯৮১ জনে।
শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্তের হার চার দশমিক ১৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.০৪৫ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.০৫৯৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।