পূজা উদযাপন পরিষদ লাউতা ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত
বিয়ানীবাজার ডাক ডেস্ক:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (বিয়ানীবাজারের) ১১নং লাউতা ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ৯ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়। উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভূর আশ্রম অঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনের শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার প্রশিক্ষন বিষয়ক সম্পাদক অমলেন্দু দে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতাপাঠ করেন রাজিব চক্রবর্তী।
পূজা উদযাপন পরিষদ লাউতা ইউনিয়ন শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বিনীত কুমার দাস-এর সভাপতিত্বে এবং উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ন-সম্পাদক সাধন কৃষ্ণ নাথ রাজিব ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক অপু মালাকারের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাধন দত্ত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সিনিয়র সদস্য ও বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্য্য, উপজেলা পুজা উদযাপন পরিষদের সিনিয়র সদস্য রবীন্দ্র চক্রবর্তী রাঘব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রত্নময় দাস, সাংগঠনিক সম্পাদক হৃষিকেশ দাস, যুগ্ন সম্পাদক সুজিত দে, পুজা বিষয়ক সম্পাদক সন্ধিপদ ভট্টাচার্য্য, যুবনেতা পান্না লাল দেব ছানা, স্বেচ্ছাসেবক লীগ বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিপন পদ কর।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বিপ্লব দেব (বাপন)। এছাড়াও আরো বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ বিশ্বাস, বিভূ চক্রবর্তী, অপন মালাকার প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে বিভূ চক্রবর্তীকে সভাপতি ও বিপ্লব দেব (বাপন)কে সাধারণ সম্পাদক করে ১১নং লাউতা ইউনয়ন কমিটি ঘোষনা করা হয়।