পৌর নির্বাচন: বড়লেখায় আপিলে প্রার্থিতা ফিরে পেলেন তারা
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
বড়লেখা পৌরসভায় যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া ৩ প্রার্থীর মধ্যে দুইজন কাউন্সিলর প্রার্থী আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন। শুনানি শেষে বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান তাদের মনোনয়ন বহাল রাখেন।
মনোনয়ন ফিরে পাওয়া কাউন্সিলর প্রার্থীরা হলেন-বড়লেখা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো. শাহাজান ও ৭ নম্বর ওয়ার্ডের মো. রেজাউল করিম। প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাদের সমর্থকদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে।
উপজেলা নির্বাচন কমিশন জানা গেছে, গত ৩ ডিসেম্বর যাচাই-বাছাইকালে জনৈক বদরুল ইসলামের খেলাপি ঋণের জামিন দাতা হিসেবে ১ নম্বর ওয়ার্ডের মো. শাহাজান ও হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপনের দায়ে একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল হোসেনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া এক ব্যবসায়ীর খেলাপি ঋণের জামিন দাতা হিসেবে ৭ নম্বর ওয়ার্ডের মো. রেজাউল করিমের প্রার্থিতা বাতিল হয়।
প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল ১০ ডিসেম্বর। আজ ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। বড়লেখা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১৫ হাজার ৪৪৩ জন ভোটার আছেন।