প্রায় ৩১ ঘণ্টা পর বিদ্যুৎ পেলো সিলেট
বিয়ানীবাজারের ডাকঃ
বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) সিলেটের কুমারগাঁও ১৩২/৩৩ উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ৩১ ঘণ্টার বেশি সময় বিদ্যুৎহীন থাকার পর অবশেষে সিলেট নগরীর কিছু এলাকায় সরবরাহ করা সম্ভব হয়েছে। নগরীর আম্বরখানা এলাকায় থাকা এক গণমাধ্যমকর্মী বিদ্যুৎ আসার কথা জানিয়েছেন। তবে সংশ্লিষ্ট দায়িত্বশীল কয়েকজনের মোবাইল ফোনে কল দিয়ে এ বিষযে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এদিকে, নগরীর সোবহানীঘাট ও নাইওরপুল এলাকার কয়েকজন বাসিন্দা এ প্রতিবেদককে বিদ্যুৎ আসার কথাটি নিশ্চিত করেছেন।