বগুড়ায় আরও নুতুন ১৮৬ জনের করোনা শনাক্ত
বগুড়া জেলায় নতুন করে ১৮৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা দাঁড়াল এক হাজার ৭০২। বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫৪ জনের ও জেলার টিএমএসএস মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে ৮১টি নমুনার মধ্যে ২৬ জনের প্রতিবেদন করোনা ‘পজিটিভ’ এসেছে। এছাড়া ঢাকার একটি ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো বগুড়ার ১০৬ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ঢাকায় মোট নমুনা পরীক্ষার সংখ্যা দিতে পারেনি বগুড়া স্বাস্থ্য বিভাগ।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, নতুন করে ১৮৬ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় করোনা রোগীর সংখ্যা এখন এক হাজার ৭০২ জন। করোনায় এ পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন মোট ১৫৩ জন।
সুত্রঃ প্রথম আলো