বাংলাদেশের রেকর্ডে বাগড়া দিলো বৃষ্টি
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
বৃষ্টির কারণে ৪ বল বাকি থাকতে বন্ধ হয়ে যায় বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সোমবার (২৭ মার্চ) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। ১৯ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।
গড়াএই সময় বৃষ্টি নামলে বয়ে যান্ধ হয়লা। খে টি-টোয়েন্টিতে নিজেদের দলীয় সর্বোচ্চ স্কোর থেকে ৯ রান দূরে থাকতে বা দেয় বৃষ্টি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ স্কোর ২১৫ রান। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২১৫ রান করেছিল টাইগাররা।
আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দলীয় সর্বোচ্চ স্কোর ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে চার বল আগেই বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় নতুন রেকর্ড গড়া হলো না বাংলাদেশের।
ছবি ও তথ্য সংগৃহিত