বাদাম উত্তোলন করতে বজ্রপাতে প্রাণ গেল ৩ শিশুর, আহত ১০
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাদাম ক্ষেতে বাদাম উত্তোলনের সময় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১০জন। নিহত ৩ জনই বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
নিহতরা হলেন মো. আব্দুল হালিমের মেয়ে তাওহিদা বেগম (১১), ফজর আলীর মেয়ে রিপা আক্তার (১২) এবং আব্দুল আজিজেরপুত্র আমিনুল ইসলাম (১১)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামের পাশে ১৫-২০ জন চিনাবাদাম তোলার কাজ করছিলেন। হঠাৎ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলে তারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগেই আকস্মিক বজ্রপাতে বাদাম ক্ষেতেই তিন শিশু মারা যায়। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, খেত থেকে বাদাম তোলার সময় বজ্রপাতে তিন শিশু মারা যায় ও ১০ জন আহত হন। খবর শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে হতাহতদের খোঁজ-খবর নেন। এ সময় বজ্রপাতে নিহতদের দাফন কাফনের জন্য স্বজনদের হাতে জনপ্রতি ৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর বলেন, উপজেলার বাদাঘাটে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
তিনি জানান, যারা মারা গেছে, তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।