বান্দরবানে গোলাগুলিতে নিহত ৪

বান্দরবানের রুমার পাইন্দু‌তে দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটে। শনিবার (৫ মার্চ) রাতে এ ঘটনা ঘটলেও রোববার বেলা ১১টার দিকে রোয়াংছ‌ড়ির মংবাতং এলাকার সাঙ্গু নদীর তী‌র থেকে চারজ‌নের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষয়‌টি নিশ্চিত ক‌রে‌ছেন বান্দরবানের পু‌লিশ সুপার জে‌রিন আখতার।

তি‌নি বলেন, গতকাল বান্দরবা‌নের রুমার পাইন্দু ইউনিয়নে দুই পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীর মধ্যে গোলাগু‌লির ঘটনা ঘটে। কিন্তু আজ সকালে রোয়াংছ‌ড়ির সাঙ্গু নদীর পাড়ে চারজ‌নের মরদেহ পড়ে আছে বলে খবর পাই। পরে ঘটনাস্থলে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে রোয়াংছ‌ড়ির তালুকদার পাড়ার কাছে আঞ্চলিক সংগঠন জেএসএস মূল দ‌লের নেতা‌ অনুমংকে হত্যা ক‌রে লাশ নি‌য়ে যায় আরেক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। এ ঘটনায় জেএসএস মূল দ‌লের সন্ত্রাসীরা রা‌তে রুমার পাইন্দু এলাকায় অন্য দলের ওপর গু‌লি চালায়। তা‌দের লাশ নৌকায় ক‌রে এনে রোয়াংছ‌ড়ির মংবাতং পাড়ায় সাঙ্গু নদীর পাড়ে ফে‌লে যায়। রোববার বেলা ১১টার সময় তা‌দের লাশ দেখতে পায় স্থানীয়রা। প‌রে তারা পু‌লিশ‌কে খবর দেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *