বাল্যবিয়ের বর পুলিশ কনস্টেবল, প্রশাসনের হস্তক্ষেপ

হবিগঞ্জের নবীগঞ্জে কর্মরত এক পুলিশ কনস্টেবল বিয়ে করতে গিয়েছিলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। কনে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার সেই বাল্যবিয়েটি বন্ধ করেছে শ্রীমঙ্গলের উপজেলা প্রশাসন। শুক্রবার (১৩ মে) উপজেলার সাতগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড মাকড়ীছড়া গ্রামে বাল্যবিয়েটি বন্ধ করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার৷

বিষয়টি নিশ্চিত করে তিনি সিলেটটুডেকে বলেন, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীর (১৬) বিয়ের প্রস্তুতির খবর পেয়ে আমরা সেখানে গিয়ে দেখি একটি প্যান্ডেলে সাজিয়ে এনগেজম্যান্টের আয়োজন চলছিলো৷ পরে আমরা মেয়ের মা-বাবা ও ছেলেপক্ষের লোকজনদের বুঝিয়ে একটা অঙ্গীকারনামা নিই এবং মেয়ের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেয়া এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়৷

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে যে যুবকের সাথে ওই মেয়ের বিয়ে ঠিক হয়েছিলো তার নাম সঞ্জয় অলমিক (২৬); তিনি পুলিশের কনস্টেবল পদে নবীগঞ্জ থানায় কর্মরত আছেন৷ তার বাড়ি কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানে৷

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ সিলেটটুডেকে জানান, সঞ্জয় অলমিক নবীগঞ্জ থানায় কনস্টেবল পদে চাকরি করেন; বর্তমানে তিনি ছুটিতে আছেন৷

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *