বিতর্ক প্রতিযোগিতায় সেরা জুড়ী কলেজ
মৌলভীবাজারের বড়লেখায় রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরাম আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয়েছে জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের শিক্ষার্থীরা।
সোমবার বড়লেখার জামাল কমপ্লেক্সে অনুষ্ঠিত ‘‘তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারই, যুবসমাজের অবক্ষয়ের মূল কারণ’’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী পর্বে বড়লেখা নারী শিক্ষা একাডেমির শিক্ষার্থীদের বিপক্ষে অংশগ্রহণ করে জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের তিন শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান, সুপার্থ দাস ও নাহিদা জান্নাত মাছুমা। বিষয়ের পক্ষে ছিল বড়লেখা নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ।
প্রতিযোগীদের মধ্যে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ছাত্র সুপার্থ দাস।
প্রতিযোগিতা শেষে বিজয়ী এবং পরাজিতদের হাতে পুরষ্কার তুলে দেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।