বিয়ানীবাজারের আলীনগরে প্রবাসীর স্ত্রী খুন
বিয়ানীবাজারের ডাক ডেস্ক :
বিয়ানীবাজারে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোটভাইয়ের স্ত্রী খুনের ১২ ঘন্টার মধ্যে অভিযুক্ত ঘাতক ভাসুর শফিক উদ্দিনকে (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে পার্শ্ববর্তী জকিগঞ্জ উপজেলার বালিটেকা পরচক গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী শফিক উদ্দিন নিহত গৃহবধু স্বপ্নারা বেগমের ভাসুর। তিনি বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্ব খলাগ্রাম এলাকার মৃত ইব্রাহিম আলীর ছেলে।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্ব খলা গ্রাম এলাকায় মধ্যপ্রাচ্য প্রবাসী আব্দুল মালিকের স্ত্রী স্বপ্নারা বেগম (৪২)কে ভাসুর শফিক উদ্দিনকে ছুরিকাঘাতে আহত করেন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় নিহতের গৃহবধূর পিতা আরব আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন (মামলা নং ১১ (০৪) ২০২৩)।
পুলিশ অভিযুক্ত শফিক উদ্দিনকে গ্রেপ্তার করতে তৎপরতা শুরু করে। উন্নত প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত শফিক উদ্দিনের অবস্থান পাশ্ববর্তী জকিগঞ্জ থানা এলাকায় নিশ্চিত হওয়ার পর পুলিশ মধ্যরাতে অভিযান চালিয়ে শফিক মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় শফিক মিয়া জকিগঞ্জ উপজেলার বালিটেকা পরচক গ্রামের এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করেছিলেন।
জানা যায়, নিহত স্বপ্নারা বেগমের স্বামী নাম আব্দুল মালিক দুবাই প্রবাসী। তাদের দুই সন্তানের মধ্যে বড় ছেলে রুবেল আহমদ লিবিয়া প্রবাসী এবং ছোট মেয়ে জান্নাতুল আক্তার নওরিন সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত৷ স্বপ্নারা বেগমের সাথে তার ভাসুর শফিক উদ্দিনের সাথে জায়গা জমি সংক্রান্ত বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে ঘাতক শফিক উদ্দিন আপন ভাইয়ের স্ত্রী স্বপ্নারা বেগমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।