বিয়ানীবাজারে আরো ৩ জন করোনা রোগী সনাক্ত, মোট আক্রান্ত ২৮

নিজস্ব প্রতিবেদকঃ

বিয়ানীবাজার উপজেলায় নতুন আরো ৩জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দু’জন এনজিও কর্মী রয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

                              আরোও পড়ুন : সিলেটে আরও ৮৪ জনের করোনা শনাক্ত


আক্রান্তদের সবাই পৌরসভার বাসিন্দা। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ জনে। নতুন আক্রান্তরা হচ্ছেন, পৌরসভার সুপাতলা গ্রামের হাজী মউর উদ্দিন (৫৫), খাসা গ্রামের টিএমএসএস কর্মী বিমল দেব বর্মন(৩৫) ও বিমান দাস (২৬)।

বিয়ানীবাজার উপজেলায় গত এক সপ্তাহ থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৬ ও ৭ জুন দুদিনে মোট ৭জন রোগী সনাক্ত হয়েছেন। আজ আরো ৩ জনসহ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৮ জনে। সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ জানান, নতুন আরো তিনজন করোনা রোগী সনাক্ত হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *