বিয়ানীবাজারে ইউপি চেয়ারম্যানসহ নতুন আরও ৩ জনের করোনা শনাক্ত
বিয়ানীবাজারের ডাকঃ
বিয়ানীবাজার উপজেলায় দুবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালমসহ নতুন আরও জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবের নমুনা পরীক্ষার প্রকাশিত প্রতিবেদনে তাদের রিপোর্ট পজেটিভ আসে।
নতুন আক্রান্তরা হচ্ছেন- দুবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, বিজিবি ৫২ ব্যাটালিয়নের সদস্য নুরুল হুদা এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের চারখাই এলাকার বিক্রয় প্রতিনিধি আবদুল মালেক।
বুধবার রাত ১০টা ২০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাজ আজাদ। তিনি বলেন, আক্রান্তদের বাড়ি বৃহস্পতিবার সকালে লকডাউন করা হবে এবং তাদের সংস্পর্শে সকলের নমুনা সংগ্রহ করে ল্যাবা পাঠানোর পাশাপাশি কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে।
এদিকে, মঙ্গলবার রাতে সিলেটের দুটি ল্যাবের নমুনা পরীক্ষায় বিয়ানীবাজারে নতুন করে আক্রান্ত ৩জন হলে মোট আক্রান্ত একশ ছাড়িয়ে যায়। বুধবার নতুন আরও ৩জন নিয়ে এ উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৩ জন এবং মারা গেছেন ৫ জন।