বিয়ানীবাজারে একদিনে সর্বোচ্চ ২৬ জনের করোনা শনাক্তের রেকর্ড!
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় বিয়ানীবাজার উপজেলার ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শনিবার (২৭ জুন) তাদের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। একদিনে ২৬ জনের শনাক্ত হওয়া বিয়ানীবাজার উপজেলায় এটাই সর্বোচ্চ।
এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৮৩ জনে দাড়ালো।
শনিবার (২৭ জুন) বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যানুযায়ী নতুন আক্রান্তরা হলেনঃ আলাউদ্দিন শেওলা, সমিরুন নেছা শেওলা, রুজি বেগম(২৮) শেওলা, রহিমা বেহম চারখাই, বিমল দেব বর্মন (৩৫) টিএমএসএস, খাসা, রাবেয়া বেগম (৬৫) কসবা, আনোয়ারা বেগম (৯০) খাসা, শেখ আবুল কাশেম (৫০) খাসা, আব্দুল্লাহ আল নোমান (৩০) খাসা, জহুর উদ্দিন (৫৫) মাথিউরা পূর্বপার,
হাজী আব্দুর রহিম (৬৫) সুপাতলা, সরওয়ার হোসেন (৩০) সুপাতলা,
এমদাদুল হক রাকিব (২৬) উপজেলা তথ্য অফিস, আহমেদ বেলাল (৩৬) তিলপারা, শারমিন বেগম (৮৭) বৈরাগীবাজার, রায়হানা বেগম (৪৫) শ্রীধরা, আবুল কাশেম (২৭) মোল্লাপুর, আব্দুল জব্বার তাফাদার( ৭০) মোল্লাপুর, সালমা আক্তার মুন্নি মোল্লাপুর, শাহেনা বেগম (২৮) মোল্লাপুর, তাসমিয়া (০৭) মোল্লাপুর,
২২।তাসমিন আক্তার(৩৫)=মোল্লাপুর
রায়ান (১৩) মোল্লাপুর, রোহান আহমেদ (১৫) মোল্লাপুর, হাবিবুর রহমান (৪০) খাসা, দিঘীরপার, মৃত বুরহান উদ্দিন (৬৫) খলাগ্রাম, মাথিউরা।