বিয়ানীবাজারে করোনার রিপোর্ট আসার আগেই মারা গেলেন আনসার উদ্দিন
বিয়ানীবাজারের ডাকঃ
দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার পৌরশহরের কসবায় বসবাস করে আসা সিলেট জালালপুরের অধিবাসী আনসার উদ্দীন মারা যাওয়ার দুইদিন পর জানা গেলো তিনি ছিলেন করোনাভাইরাসে আক্রান্ত। আনসার উদ্দিন সিলেট ওসমানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১০ জুন) মারা যান। শুক্রবার রাতে ফলাফল আসে তিনি করোনায় পজেটিভ ছিলেন।
মৃত আনসার উদ্দিন ছিলেন বিয়ানীবাজারের ৩১তম করোনা সনাক্ত রোগী। তার নমুনা সিলেট এমএজি ওসমানী হাসপাতাল থেকে সংগ্রহ করা হয়েছিল। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বিয়ানীবাজারের ২ জন। আনসার উদ্দীনকে সিলেট মানিকপীর কবরস্থানে দাফন করা হয়েছে।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা অফিসার আবু ইসহাক আজাদ বলেন, শুক্রবার রাত পৌনে ১২ টায় নতুন আক্রান্তদের ফলাফল হাতে আসে। সেখানে একমাত্র সনাক্ত হওয়া ব্যক্তি ইতিমধ্যে মারা গেছেন। তার সংস্পর্শে আসাদের নমুনা নেয়া হবে।