বিয়ানীবাজারে নতুন আরও ২ জনের করোনা শনাক্ত; মোট ৮৫ জন
বিয়ানীবাজারের ডাকঃ
বিয়ানীবাজার উপজেলায় নতুন আরও ২ জনের করোনা রোগী শনাক্ত হয়েছেন।সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষার প্রকাশিত প্রতিবেদনে তাদের করোনা পজেটিভ শনাক্ত হয়। এ নিয়ে বিয়ানীবাজার উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৮৫ জনে দাড়িয়েছে। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৩১জন এবং মারা গেছেন ৮ জন।
রবিবার (২৮ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী নতুন আক্রান্তরা হলেন- উপজেলার চারখাই ইউনিয়নের নাজমা বেগম (৫০) ও জলঢুপ গ্রামের শ্যামল রায় (৬৫)।
এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, নতুন দুই রোগীর মধ্যে নাজমা বেগম সিলেট নগরীর মাউন্ট এডোরা হসপিটাল এবং অন্যজন শ্যামল রায় নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উভয়ের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় দুই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করে এবং রোববার রাতে তাদের পজেটিভ রিপোর্ট আসে।