বিয়ানীবাজারে নতুন আরও ৫ জনের করোনা শনাক্ত! মোট ৪৫ জন
নিজস্ব প্রতিবেদকঃ
বিয়ানীবাজার উপজেলায় নতুন আরও ৫ জনের করোনা ধরা পড়েছে। এনিয়ে উপজেলায় ৪৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন। বুধবার সকালে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ আক্রান্ত ৫ জনের তথ্য নিশ্চিত করেন। সরকারি নির্দেশনা মোতাবেক বিয়ানীবাজারেও রেড, ইয়লো ও গ্রীন জোন নির্ধারণের কাজ প্রায় শেষ পর্যায়। জোনিং পদ্ধতি কার্যকর হলে করোনার বিস্তার রোধ করা যাবে বলে সচেতন মহল মনে করেন।
আরোও পড়ুনঃ বগুড়ায় আরও নুতুন ১৮৬ জনের করোনা শনাক্ত
বুধবার (১৭ জুন) বিয়ানীবাজার উপজেলার নতুন আক্রান্তরা হচ্ছেন- পৌরশহরের ফতেহপুর গ্রামের আফজাল হোসেন (২১), দক্ষিণ বাজারের সামাদ বক্স (৩৫), বিয়ানীবাজার সরকারী কলেজের নির্মাণ শ্রমিক ফরহাদ আলী (৫০), খাসার শেখ মোঃ আবুল কাশেম ও শেওলার ফরিদুল ইসলাম (২৬)।
আক্রান্ত নতুন ৫ জনসহ বিয়ানীবাজার উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৪৫ জনে। এছাড়াও বিয়ানীবাজার উপজেলায় ইতিমধ্যে ১০ জন সুস্থ হয়ে উঠেছেন।