বিয়ানীবাজারে সনাতন ধর্মাবলম্বী এক যুবকের ইসলাম ধর্ম গ্রহন
বিয়ানীবাজারের ডাকঃ
বিয়ানীবাজারে আল্লাহকে বিশ্বাস করে স্বেচ্ছায় নিজ ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহন করেছেন এক যুবক। তন্ময় ধর প্রান্ত নামের ওই ইসলাম ধর্মানুসারে নতুন নাম রেখেছেন মোহাম্মদ ফাহিম।
বুধবার (১৭ জুন) বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামের বাসিন্দা সনাতন ধর্ম ছেড়ে মুসলমান হয়েছেন। এখন থেকে তিনি ইসলাম ধর্মের সকল রীতিনীতি মেনে জিবন পরিচালনা করার অঙ্গীকার করেছেন।
মোহাম্মদ ফাহিম বলেন, আল্লাহকে বিশ্বা’স করে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করেছেন। কারো প্ররোচনায় ধর্মান্তরিত হন নাই উল্লেখ করে তিনি বলেন, আমার বয়স হয়েছে আমি নিজের ইচ্ছায় বুঝে প্রায় এক বছর থেকে সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম তবে দেরিতে হলেও আমি ইসলাম ধর্ম গ্রহন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
তন্ময় ধর প্রান্ত (বর্তমানে মোহাম্মদ ফাহিম) বিয়ানীবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ড নয়াগ্রামের বাসিন্দা। ফাহিম ইসলাম ধর্ম গ্রহন করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকই তাকে সাধুবাদ জানিয়েছেন।