বিরোধের জেরে শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যা
সিলেটে পারিবারিক বিরোধের জেরে তিন বয়সী এক শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শিশু রাহুল দাসকে হত্যার অভিযোগে সোমবার দুপুরে পাবর্তী দাস নামের এক নারীকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। এরআগে সোমবার সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে রাহুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
রাহুল সিলেট নগরের হাওলাদার পাড়া এলাকার রুবেল দাসের ছেলে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, আটক পুবর্তী দাস নিহত রাহুল দাসের প্রতিবেশি। পুবর্তী জিজ্ঞাসাবাদে রাহুলকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।
পুবর্তীর বরাত দিয়ে ওসি বলেন, পুবর্তীর সাথে রুবেল দাসের পরিবারের বিরোধ ছিলো। এর জেরে দুইদিন আগে রাহুলকে নিজ ঘরে ডেকে এনে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন পুবর্তী। এরপর মরদেহ নিজের ঘরেই রেখেছিলেন। রোববার রাত ঝড় শুরু হলে শিশুর মরদেহ বাড়ির পাশের বাঁশঝাড়ে ফেলে দেন।
কী নিয়ে বিরোধ ছিলো এ ব্যাপারে জানতে চাইলে আটককৃত নারীর বরাত দিয়ে ওসি বলেন, এ ব্যাপারে উনি এখনও কিছু বলেননি। কেবল বলেছেন- রাগ ছিলো, তাই মেরে ফেলেছেন।
রাহুলের পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলো রাহুল। এ ব্যাপারে শনিবার জালালাবাদ থানায় সাধারণ ডায়রি করেন রাহুলের বাবা রুবেল দাস।
আজ সোমবার সকালে ঘরের প্রায় বিশ গজ দূরে একটি বাঁশঝাড়ে রাহুলের লাশ দেখতে দেখে পুলিশের খবর দেন প্রতিবেশীরা। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।