বিয়ানীবাজারের আলীনগরে বাস খাদে ! আহত সবাই
নিজস্ব সংবাদদাতা
সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার উপজেলার আলীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে যায়। এতে যাত্রীদের প্রায় সবাই আহত হয়েছেন। সোমবার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিতিৎসা দেয়া হয়েছে।
যাত্রীদের কাছ থেকে জানাযায়, অতিরিক্ত যাত্রী নিয়ে চালক গাড়িটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন। বার বার তাকে গতি কমানো কথা বললেও সে শুনেনি। শেষ পর্যন্ত আলীনগর এলাকায় আসার পর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা প্রায় ৪০জন যাত্রী আহত হয়েছেন।