বিয়ানীবাজারের এক উজ্জ্বল নক্ষত্রের মৃত্যু ! বিয়ানীবাজার প্রেসক্লাবের শোক
নিজস্ব প্রতিনিধি
বিয়ানীবাজার এক উজ্জ্বল নক্ষত্রের সাধোনাচিত ধামে মহাপ্রয়ান হলো। তিনি হলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিয়ানীবাজার উপজেলা শাখার সাবেক সভাপতি পৌরশহরের নয়াগ্রাম নিবাসী সুব্রত চক্রবর্তী সুজিত।
শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে তিনি সিলেট পার্ক ভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কয়েকদিন থেকে জটিল রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তান, স্বজনসহ অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে সুব্রত চক্রবর্তী সুজিতের মৃত্যুতে শোক জানিয়েছেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম। নেতৃবৃন্দ শোক বার্তায় পরলোকগত ব্যক্তির আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।