বিয়ানীবাজারের ঘর পাচ্ছেন আরো ১২০ জন ভূমিহীন

নিজস্ব সংবাদদাতা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন অর্থাৎ ভূমিহীন ও গৃহহীন মানুষের আশ্রয়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন, বিয়ানীবাজারের তত্বাবধানে ১২০টি ঘর হস্তান্তরের জন্য প্রস্তুুত করা হয়েছে। আসন্ন ঈদ-উল ফিতরে ঈদ উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশজুড়ে মোট ৩২৯০৪টি ঘর মঙ্গলবার সকাল ১১টায় ভূমিহীন ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। তৃতীয় পর্যায়ে বিয়ানীবাজারে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পাচ্ছেন আরো ১২০জন ভূমিহীন। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর।
প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের তিনি জানান, বিয়ানীবাজার পৌর এলাকার পন্ডিতপাড়া, মুল্লাপুর ইউনিয়নের কুঁখালিরপার, কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার ও চারখাই ইউনিয়নের কাকুরাবাজার এলাকায় এসব ঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নির্মানাধীণ ঘরে রং করা, টিউবওয়েল ও বিদ্যুৎ সংযোগ কাজ দ্রুত শেষ করা হবে। তিনি এসব ঘরে নির্মাণে কোন অনিয়ম হয়নি বলে দাবী করেন। একেকটি ঘর নির্মাণে ২ লাখ ৫৯ হাজার টাকা করে ব্যয় করা হচ্ছে। তিনি আরো বলেন, আগামী জুনের মধ্যে উপজেলায় ভূমিহীন মানুষের সংখ্যা শূণ্যের কোটায় নিয়ে আসা হবে। এজন্য এখনো যারা ভূমিহীন ও ঘরহীন আছেন তাদের দ্রুত আবেদন করার আহবান জানান তিনি।
বিকাল ৩টায় উপজেলা সভা কক্ষে আয়োজিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আহমদ রাশেদুন্নবী, প্রকৌশলী হাসানুজ্জামান, পিআইও মুশফিকুর রহিম, ইন্সট্রাক্টর আহসান কবির, সহকারী প্রোগরামার শামীম আহমদ, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন মিয়া, তথ্য সেবা কর্মকর্তা শিউলি বেগম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *