বিয়ানীবাজারের চারখাইয়ের ৬ গ্রাম প্লাবিত
নিজস্ব সংবাদদাতা
বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের ৩টি ওয়ার্ডের ৬টি গ্রাম গত কয়েক দিনের অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। রোববার দুপুর থেকে সুরমা নদীর ডাইক ভেঙ্গে (নদী রক্ষা বাঁধ) পানি প্রবেশ করছে এসব এলাকা প্লাবিত হয়েছে।
খবর পেয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর রোববার বিকালে স্থানীয় চেয়ারম্যানকে সাথে নিয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন।
চারখাই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আদিনাবাদ, ডেলাখানি ও কোনাগ্রাম, ৬নং ওয়ার্ডের শিকারপুর ও গোলাঘাট এবং ৯নং ওয়ার্ডের সাফা ইয়াবল এলাকার লোকজন পানি বন্দী হয়ে পড়েছেন । এসব গ্রামের বাড়িঘর, পুকুর ও চলাচলের রাস্তা ঘাট ডুবে যাওয়া দুর্ভোগে পোহাতে হচ্ছে তাদেরকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর তিনি বলেন, নদীর পানি শনিবারের চেয়ে কমতে শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। তিনি বলেন, কবলিত এলাকায় ত্রাণ বিতরণে জন্য বরাদ্ধ এসেছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে দুর্গত এলাকায় এসব বরাদ্ধ বিতরণ করা হবে।