বিয়ানীবাজারের বারইগ্রামবাজারে দু’পক্ষের সংঘর্ষ- আহত ৫ (আপডেট)
নিজস্ব সংবাদদাতা:
বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রাম বাজারে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাক্কেল নিক্ষেপের ঘটনায় ৫জন আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যার পরক্ষনেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত বদড় আহমদের অবস্থার অবনতী হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
জানা যায়, বারইগ্রামবাজারের জায়গা ক্রয় বিক্রয় নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে গতকাল সন্ধ্যার দিকে উভয় পক্ষ উত্তপ্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাক্কেল নিক্ষেপ শুরু হয়।
তাৎক্ষণিক বারইগ্রামবাজার কমিটির নেতৃবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যান, স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং থানা পুলিশের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়।
এ ব্যাপারে লাউতা ইউনিয়নের চেয়ারম্যান গৌছ উদ্দিন জানান, বারইগ্রামবাজার কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি সালিশগনের মাধ্যমে আপোষ নিস্পতি করা হবে। কয়েক দিনের মধ্যেই আমরা সবাইকে নিয়ে বসে বিষয়টি নিস্পতি করবো। এর আগে পর্যন্ত তিনি উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেন।
বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।