বিয়ানীবাজারে নতুন ১০ জন আক্রান্তের দিনে প্যানেল মেয়রের মৃত্যু
বিয়ানীবাজারের ডাকঃ
বিয়ানীবাজার উপজেলায় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই দিনে বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র ও মহিলা কাউন্সিলর ( ৭,৮,৯ ওয়ার্ডের) রোশনা বেগম মারা গেছেন। এনিয়ে বিয়ানীবাজার উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে আড়াই শ’ ছাড়িয়ে গেলো। এবং করোনার উপসর্গ ও আক্রান্ত হয়ে মারা গেলেন ১৫ জন।
শুক্রবার (৭ আগষ্ট) রাতে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তথ্য নিশ্চিত করে। নতুন আক্রান্তদের মধ্যে দুজন বিজিবি সদস্য রয়েছেন। এছাড়া পৌরসভার নয়াগ্রাম ও কসবায় দু’জন করে ৪ জন এবং খাসায় একজন আক্রান্ত হয়েছেন। মুড়িয়া ইউনিয়নের পশ্চিম ঘুঙ্গাদিয়া গ্রামে ২ জন এবং দুবাগ ইউনিয়নের গয়লাপুর গ্রামে একজন রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শনিবার সকালে নতুন আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করার পাশাপাশি সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হবে।
এদিকে, শুক্রবার রাত ১০টায় করোনায় আক্রান্ত হয়ে পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ রুশনা বেগম মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৫ জনে।
এছাড়া এ উপজেলায় এখন পর্যন্ত করোনা থেকে ১৬১ জন রোগী সুস্থ হয়েছেন।