বিয়ানীবাজারে আরো ৪ জন করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিনিধি
বিয়ানীবাজার উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছেন। অধিকাংশ মানুষের মধ্যে থেকে সচেতনতা প্রায় উধাও হয়ে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, মঙ্গলবার রাতে নতুন করে আরও ৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ৩ জনের বাড়ী শেওলা ইউনিয়নে এবং ১ জনের বাড়ী মাথিউরা ইউনিয়নে। এ নিয়ে বিয়ানীবাজার উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯৮ জন। মারা গেছেন ২৮ জন। সুস্থ্য হয়েছেন ৩৩৭ জন।