বিয়ানীবাজারে করোনার ৭১টি নমুনায় ৫০ জন পজিটিভ; ভয়াবহ পরিস্থিতির আশংকা
বিয়ানীবাজারের ডাকঃ
করোনা রোগী শনাক্তের দিক থেকে এবার নতুন রেকর্ড গড়েছে বিয়ানীবাজার উপজেলা। প্রথমবারের মতো এই উপজেলায় একসাথে সর্বাধিক ৫০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিয়ানীবাজারে করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৮০১ জনে।
গত ২৪ জুলাই বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৭১ জনের নমুনা সংগ্রহ করে সিলেটের ওসমানী ও শাবি ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৪৮ জন। এ ছাড়া ২৭ জুলাই সিলেটের দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিয়ানীবাজারের আরও দুজনের শরীরের করোনার অস্তিত্ব শনাক্ত হয়েছে।
এদিকে, করোনা সংক্রমণের এমন ঊর্ধ্বগতিতে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলরা। আর সেকারণেই জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।