বিয়ানীবাজারে চিকিৎসক, বিজিবিসহ নতুন আরও ১০জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদকঃ
বিয়ানীবাজার উপজেলায় এক চিকিৎসক ও ৩ বিজিবি সদস্যসহ নতুন করে আরও ১০ জনের করোনা শনাক্ত করা হয়েছে। নতুন আক্রান্ত ১০ জনসহ বিয়ানীবাজার উপজলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩১ জনে দাড়ালো। সোমবার রাতে সিলেটের এমএজি ওসমানী হাসপাতাল ল্যাবের নমুনা পরীক্ষায় তাদের করোনার রিপোর্ট পজেটিভ আসে।
সোমবার (৬ জুলাই) নতুন আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক, বিজিবি ৫২ ব্যাটালিয়নের তিনজন, চারখাইয় ইউনিয়নে একজন, বৈরাগীবাজারের খশিরবন্দ এলাকায় একজন, পৌরসভার খাসায় দুইজন, নয়াগ্রামে একজন এবং মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামে একজন রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেল আলী খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তদের বাড়ি মঙ্গলবার লকডাউন করা হবে। পাশাপাশি তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে।